সবার নজরে ৮০ মিলিয়ন ডলারের চাইনিজ সিনেমার দিকে

4 months ago 68

গত বছরের কান চলচ্চিত্র উৎসবে ‘ব্ল্যাক ডগ’-এর জন্য ইউএন সার্টেন রিগার্ড বিভাগে পুরস্কার জিতেছিল চীনা নির্মাতা গুয়ান হুর ছবি। এবারও তিনি নতুন প্রজেক্ট নিয়ে হাজির হয়েছেন কান চলচ্চিত্র বাজারে। তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘ডং জি আইসল্যান্ড’ অংশ নিচ্ছে কানে। এই ছবির বাজেট ৮০ মিলিয়ন ডলারেরও বেশি। যার ফলে ছবিটিকে নিয়ে এরইমধ্যে আলোচনা শুরু হয়েছে।

এই ছবিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধভিত্তিক গল্পে নির্মিত হয়েছে। গুয়ান হু ও তার দীর্ঘদিনের সহকারী পরিচালক ফেই জেনশিয়াং এটি যৌথভাবে পরিচালনা করেছেন। এই ছবিতে দেখানো হয়েছে কীভাবে একদল দ্বীপবাসী জীবন বাজি রেখে উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। জাপানি সেনাবাহিনীর চোখ এড়িয়ে উদ্ধার করেন ডুবে যাওয়া একটি জাপানি যুদ্ধজাহাজে আটক ব্রিটিশ যুদ্ধবন্দীদের।

চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ‘লিসবন মারু’ নামক জাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। ছবিতে অভিনয় করেছেন চীনের শীর্ষ তারকারা। যার মধ্য আছেন ঝু ইলং, উ লেই ও নি নিই প্রমুখ।

১৪ মে কান বাজারে ক্রেতাদের জন্য ১৭ মিনিটের প্রোমো প্রদর্শিত হবে ছবিটির। এটি চীনে মুক্তি পাবে চলতি বছরের শেষ দিকে।

এছাড়া গুয়ান হু কান উৎসবে আরও একটি নতুন প্রজেক্ট উপস্থাপন করবেন। ‘অ্যা মেন এন্ড এ ওমেন’ নামের ছবিটির গল্প কমেডি নির্ভর।

এলআইএ/জিকেএস

Read Entire Article