ময়মনসিংহ বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতির ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে নির্বাচনে মুহাম্মদ জাহিদুল ইসলাম সভাপতি ও শাহাদাৎ হোসেন সরকার সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জজ আদালতের সমিতি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৬৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল থেকে ভোট গণনা শুরু হয়। গণনা শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬টায়।
পরে বেসরকারি ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ রুহল আমীন। এ সময় তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার শহিদুল ইসলাম ও আলী হোসেন। সহযোগী হিসেবে ছিলেন শহীদুল্লাহ ও হযরত আলী।
নির্বাচনে সভাপতি পদে ১৬০ ভোট পেয়ে বিজয়ী হন মুহাম্মদ জাহিদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. দেলোয়ার হোসেন পেয়েছেন ১০৩ ভোট। সহসভাপতি পদে ১৩৬ ভোট পেয়ে বিজয়ী হন মঞ্জুরুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদুল হাসান পেয়েছেন ১১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৩৮ ভোট পেয়ে বিজয়ী হন শাহাদাৎ হোসেন সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল উদ্দিন তালুকদার পেয়েছেন ১২৫ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ১৬১ ভোট পেয়ে বিজয়ী হন আতিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হন আলমগীর হোসেন শাহাদাৎ। সহ-সাংগঠনিক সম্পাদক পদে ১৪০ ভোট পেয়ে বিজয়ী হন ইসমাইল হোসেন। দপ্তর সম্পাদক পদে ১৪৬ ভোট পেয়ে বিজয়ী হন আহম্মেদ দিদার। ১৩৪ ভোট পেয়ে প্রচার সম্পাদক পদে বিজয়ী হন মুক্তারুজ্জামান। আর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৪৭ ভোট পেয়ে বিজয়ী হন জাকির হোসেন।
এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন মহিলাবিষয়ক সম্পাদক পদে মোসাম্মৎ আফরিনা ফেরদৌস, অর্থ সমন্বয়কারী সম্পাদক পদে দেবাশীষ সরকার, কোষাধ্যক্ষ পদে মনির হোসেন ও আনিছুর রহমান মুরাদ এবং কার্যকরী সদস্যপদে ফরিদ উদ্দিন, শামীম হাসান ও মহি উদ্দিন।
ম্যাজিস্ট্রেট কোর্ট ও জজকোর্ট কর্মচারীদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয় কর্মচারী কল্যাণ সমিতি। বাংলাদেশের সর্ববৃহৎ সমিতির মধ্যে ময়মনসিংহ বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতি অন্যতম। ২০১৬ সাল থেকে এ সমিতির যাত্রা শুরু হয়।