সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই, বিচারের দাবিতে মানববন্ধন

2 weeks ago 12

সাংগঠনিক কাজে বান্দরবান যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসচিব আরিফ সোহেলসহ ৮ সমন্বয়কের মাইক্রোবাস আটকে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের সংগঠক ফারহানা মানিক মুনার নেতৃত্বে ছিনতাইকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে দ্রুত বিচারের আওতায় আনার দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই এদেশে জনতাই সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী। জনতার ঊর্ধ্বে গিয়ে কিছু করা যাবে না। আপনারা অপরাধীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনুন। না হয় আমরা মাঠে নামতে বাধ্য হবো।

রোববার (৮ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে সাংগঠনিক কাজে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়াছি নতাইকারীরা সমন্বয়কদের বহনকারী মাইক্রোবাস আটকে মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

মো. আকাশ/আরএইচ/এমএস

Read Entire Article