সমর্থকদের কাছে বেলিংহামের ক্ষমা প্রার্থনা
চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে ২-০ গোলে হারের পর রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন।
২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কঠিন সময় পার করছে রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে হার ছাড়াও দলটি এ মৌসুমে ইতোমধ্যে এসি মিলান ও লিলের কাছে পরাজিত হয়েছে। বর্তমানে তারা নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগ টেবিলের ২৪তম স্থানে রয়েছে।
লিভারপুলের পারফরম্যান্সকে "ইউরোপের সেরা" হিসেবে অভিহিত করে বেলিংহাম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের যেন প্রতিটি পদক্ষেপ এক ধাপ এগিয়ে নিয়ে যায়, কিন্তু তার পরপরই দুই ধাপ পিছিয়ে দেয়। এই ফলাফল এবং পারফরম্যান্স সত্যিই হতাশাজনক, যদিও প্রতিপক্ষ ছিল দুর্দান্ত। যারা ইংল্যান্ডে আমাদের সমর্থন করতে এসেছিলেন, তাদের ধন্যবাদ জানাই এবং ক্ষমা চেয়ে নিচ্ছি।
ইতোমধ্যে যা ঘটে গেছে তা নিয়ে আর সময় নষ্ট করার মানে নেই। আমাদের একত্রিত থাকতে হবে এবং সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে নিজেদের উন্নত করতে হবে। হালা মাদ্রিদ সিয়েম্প্রে।’
চলতি চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও কোচ কার্লো আনচেলত্তি আত্মবিশ্বাসী যে দলটি ফাইনালে জায়গা করে নিতে পারবে। তবে দলটি ইনজুরির সংকটে পড়েছে, সর্বশেষ ভিনিসিয়াস জুনিয়রও চোটের কারণে ছিটকে গেছেন।
কোচের আশা, শীঘ্রই রিয়াল মাদ্রিদ তাদের সেরা ফর্মে ফিরতে পারবে এবং মৌসুমে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।