সমাবেশ সফলে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

3 months ago 38
ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।  বুধবার (১৪ মে) মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাদের নিয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমরা নতুন প্রজন্মকে তাদের অধিকার প্রসঙ্গে সচেতন করতে চাই। তাদের মতামতও জানতে চাই। সেই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগীয় কর্মসূচি হয়েছে। ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এসএম সায়েম, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন ও মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশসহ বিভিন্ন স্তরের নেতারা। 
Read Entire Article