সমালোচকরা বলেন ‘কৃষক লিগ’, পিএসজিকে ফাইনালে তুলে জবাব এনরিকের

3 months ago 40

ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা ও জার্মান বুন্দেসলিগার অনেক সমর্থক বিদ্রুপ করে ফরাসি লিগ ওয়ানকে বলেন কৃষক লিগ। গতকাল বুধবার ফরাসি লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলে সমালোচকদের বিদ্রুপের জবাব দিয়েছেন কোচ লুইস এনরিক।

বুধবার প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ৩-১) ফাইনালে উঠেছে পিএসজি। অর্থাৎ চলতি মৌসুমে তারা প্রিমিয়ার লিগের চারটি দলের (ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলা এবং আর্সেনাল) বিরুদ্ধেই জয়লাভ করেছে।

গত সপ্তাহে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগে ১-০ ব্যবধানে জিতে পার্ক দে প্রিন্সে ফিরতি লেগে ফাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমির ২-১ এ ম্যাচ নিজেদের করে নেয় পিএসজি। বুকায়ো সাকা ৭৬ মিনিটে আর্সেনালের হয়ে একটি সান্ত্বনার গোল করেন।

বুধবারের ম্যাচের পর সমালোচকদের সেই মন্তব্যের বিষয়টি এনরিককে মনে করিয়ে দেওয়া হয়। তখন তিনি টিএনটি স্পোর্টসকে বলেন, ‘কৃষক লিগ, তাই না? হ্যাঁ, আমরা কৃষক লিগ।’

‘তবে ব্যাপারটা দারুণ। আমরা ফলাফলটা উপভোগ করছি এবং যেভাবে সবাই আমাদের দল, আমাদের মানসিকতা ও খেলার ধরন নিয়ে প্রশংসা করছে, সেটা দারুণ লাগছে।’

তিনি আরও বলেন, ‘মিকেল আরতেতা (আর্সেনাল কোচ) আমার খুব ভালো বন্ধু। তবে আমি একমত নই যে, আর্সেনাল জয় পাওয়ার যোগ্য ছিল। তারা তাদের মতো খেলেছে, যেভাবে তারা খেলতে ভালোবাসে। কিন্তু দুই লেগ মিলিয়ে আমরাই বেশি গোল করেছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

‘আর্সেনাল দুর্দান্ত খেলেছে, আমাদের অনেক ভুগতে হয়েছে, কিন্তু আমরা ফাইনালে যাওয়ার যোগ্য।’

পিএসজি লিগ পর্বের প্রথম পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছিল এবং জানুয়ারিতে তাদের বিদায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আজ তারা শিরোপার একেবারে কাছাকাছি।

২০১৫ সালে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এনরিকে জানান, জানুয়ারিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-২ ব্যবধানে জয়টিই ছিল মৌসুমের টার্নিং পয়েন্ট।

তিনি বলেন, ‘টার্নিং পয়েন্ট ছিল সিটির বিপক্ষে সেই ম্যাচ, যেখানে আমরা ০-২ ব্যবধানে পিছিয়ে ছিলাম। তবে গ্রুপ পর্বের পরিসংখ্যান অনুযায়ী, আমরা ইউরোপের সেরা দলগুলোর মধ্যে ছিলাম। আমরা ন্যায্যভাবে ফাইনালে পৌঁছেছি। সবাই স্বপ্ন দেখছিল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার। আর প্যারিসে আসার পর আমাদের প্রথম লক্ষ্যই ছিল ইতিহাস সৃষ্টি করা—এবং আমরা সঠিক পথে আছি।’

আগামী ১ জুন জার্মানির অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি। এনরিকের ধারণা, তাদের জন্য কঠিন একটি লড়াই হবে।

পিএসজি কোচ বলেন, ‘ইন্টার আমাদের চেয়ে বেশি অভিজ্ঞ। তাদের দলে বেশি বয়স্ক খেলোয়াড় আছে। কিন্তু আমরাও ট্রফি জিততে চাই এবং সেই মানসিকতা নিয়েই আমরা মাঠে নামবো। এটা কঠিন হবে, তবে ওদের জন্যও একই রকম কঠিন ফাইনাল। এটা হবে একটি দারুণ ফাইনাল। দুই দলের জন্যই কঠিন। আমাদের জন্য যেমন বিশেষ মুহূর্ত, তেমনি তাদের জন্যও।’

তিনি আরও বলেন, ‘তিন বছরের মধ্যে এটি তাদের (ইন্টার) দ্বিতীয় ফাইনাল—তারা দুর্দান্ত দল। আমাদের হাতে সময় আছে পরিকল্পনার। তবে এখনই সময় উদযাপনের।’

গত মাসে লিগ ওয়ান শিরোপা জয় করা পিএসজি এখন ট্রেবল জয়ের লক্ষ্যে ছুটছে। আগামী ২৪ মে কুপ দে ফ্রান্স ফাইনালে রেইমসকে হারাতে পারলে এবং তার এক সপ্তাহ পর মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে পরাজিত করতে পারলেই প্রথমবারের মতো ট্রেবল নিশ্চিত হবে পিএসজির।

এমএইচ/

Read Entire Article