সম্প্রীতির বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে : অপর্ণা রায়

1 day ago 6

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি এবং বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস বলেছেন, অনেক অত্যাচার হয়েছে, অনেক লুটপাট হয়েছে, অনেক অর্থ পাচার হয়েছে, আর নয়। এবার দেশ গড়ার পালা। সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার (৩ জানুয়ারি) নড়াইল সদরের নিশিনাথতলা মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা কর্মী সম্মেলন ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অপর্ণা রায় দাস বলেন, কারো প্ররোচনায় বা কারো পাতা ফাঁদে পা না দিয়ে বিবেক-বুদ্ধি দিয়ে আগামী দিনে এ দেশ গড়তে আমাদের কাজ করতে হবে। বিএনপি কখনো সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরুতে বিশ্বাসী নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ দেশে সবারই সমান অধিকার। সবাই বাংলাদেশি।

নড়াইল জেলা বিএনপির সহসভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক জজ, কেন্দ্রীয় পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, সহসভাপতি সুরঞ্জন ঘোষ, দুলাল সাহা, সিনিয়র যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক মানিক লাল ঘোষ, সাংগঠনিক জয়দেব জয়, তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সীমান্ত দাস প্রমুখ।

Read Entire Article