‘সরকার নির্ভুল পাঠ্যবই বের করার চেষ্টা করছে’

2 months ago 28
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রতি বছর পাঠ্যবই ছাপানোর পর কিছু না কিছু ভুলভ্রান্তি দেখা যায়। এবার সরকার নির্ভুল পাঠ্যবই বের করার চেষ্টা করছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  এদিন স্কুল পরিদর্শন শেষে উপদেষ্টা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মুসলিম ও হিন্দু ছাত্রাবাস পরিদর্শন করেন। পরে তিনি শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন। তিনি বলেন, পাঠ্যবইয়ের আলোকেই শিশুদের মানসিক বিকাশ গড়ে ওঠে। তাই এখানে ভুল থাকা কাম্য নয়। ছাপানো বই হাতে পেলে বোঝা যাবে বইগুলো কতটা নির্ভুল হলো। তার আগে কিছু বলা যাচ্ছে না। জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল কেন্দ্র করে বিধান রঞ্জন রায় বলেন, স্কুলের মাঠে খেলাধুলা ছাড়া অন্যকিছুর আয়োজন করা ঠিক নয়। খেলাধুলায় শিক্ষার্থীদের মধ্যে একটি টিমওয়ার্ক গড়ে ওঠে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। তাই স্কুলের মাঠ খেলাধুলার জন্য থাকতে হবে। স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা উচিত। এতে মেধাবী শিক্ষার্থীরা মানসম্মত লেখাপড়ার সুযোগ পাবে।  ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা উচিত। এতে মেধাবী শিক্ষার্থীরা মানসম্মত লেখাপড়ার সুযোগ পাবে। এ সময় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) বিরোদা রানী দাসসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Read Entire Article