সরকারি অনুদানে জুলাই নিয়ে হবে চলচ্চিত্র: তথ্য উপদেষ্টা

2 months ago 7

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই নিয়ে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং আটটি শর্টফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে।

মঙ্গলবার (১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে উপদেষ্টা লেখেন, জুলাই থিমের বাইরেও গত ১৬ বছরে গুম, খুন ও নিপীড়ন নিয়ে আরও একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র, একটি শর্টফিল্ম এবং একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। জুলাই নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও শর্টফিল্ম নির্মাণের জন্য ৫ কোটি টাকা বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হবে এ সপ্তাহে।

তিনি লেখেন, জুলাই অভ্যুত্থান নিয়ে ফিল্ম আর্কাইভের উদ্যোগে ২০০ বা তার বেশি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ দ্রুত শুরু হবে।

এরই মধ্যে ডিএফপি থেকে ৯টি শর্টফিল্ম ও প্রামাণ্যচিত্রের কাজ সম্পন্ন হয়েছে। বিসিটিআই ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছে।

তিনি আরও লেখেন, বিটিভি জুলাইয়ের ৩৬ দিনে ৩৬টি প্রামাণ্যচিত্র প্রচার করবে। এছাড়াও আরও চারটি বিশেষ প্রামাণ্যচিত্র বিটিভিতে সম্প্রচারিত হবে।

সবশেষ তিনি লেখেন, জুলাইয়ের শহীদদের সালাম।
আমরা জুলাইকে ভুলতে দেব না।

এনএস/এমআরএম

Read Entire Article