সরকারি আইনজীবী নিয়োগের প্রতিবাদে মানববন্ধন-আলটিমেটাম

1 day ago 3

সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা বিতর্কিত, এমন অভিযোগ করে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাদের নিয়োগ বাতিলের জন্য সাত দিনের আলটিমেটাম দিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। এ সময়ের মধ্যে নিয়োগ বাতিল না হলে জেলা প্রশাসকের কার্যালয়ে তালা দেওয়ার ঘোষণাও দেন নেতারা।

বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক জাইমুল হাসান, আব্দুল মোমিন, সংগঠক আশিক রাব্বি, আইনজীবী মিজানুর রহমান-১ ও আইনজীবী মিজানুর রহমান-২, মেহেরপুর তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দিলারা পারভীন। মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

তারা বলেন, সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলের এক সরকারি আইনজীবী এবং চাঁদাবাজ ও পর্নোগ্রাফির বিচারাধীন মামলার আসামিসহ এমন কিছু ব্যক্তিকে, যাদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দ্রুত এসব নিয়োগ বাতিল করতে হবে।

তারা আরও বলেন, নিয়োগপ্রাপ্তরা ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ছিলেন। ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীদের পুনর্বাসনের প্রক্রিয়া বন্ধ করতে হবে। অন্যথায় আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে তারা লাগিয়ে দেব।

এর আগে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেহেরপুর জেলা জজ আদালতের জন্য পিপি, অ্যাডিশনাল পিপি, এপিপি, জিপি ও এজিপিসহ ২৪ জনকে সরকারি আইনজীবী হিসেবে দেওয়া হয়।

Read Entire Article