সরকারি ইজারাবিহীন বালুমহালে মোবাইল কোর্টের হানা

2 weeks ago 16
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোবাইল কোর্টের অভিযানে ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিবুল্লাহ আখনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। জনস্বার্থে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোহাম্মদ মহিবুল্লাহ আখন। জব্দকৃত বালু স্থানীয় তহশিলদারের তত্ত্বাবধানে রাখা হয়েছে, পরে নিলামের মাধ্যমে এ বালু বিক্রি করা হবে বলে জানিয়েছেন তিনি।
Read Entire Article