সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

1 month ago 17

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভূমি ভবন মিলনায়তনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারী পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার অংশ হিসেবে সবার জন্য নাগরিকবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে হবে।

উপদেষ্টা বলেন, ভূমির মালিকানা ও মালিকানার ওপর ভিত্তি করে ম্যাপ তৈরিতে নির্দিষ্ট সময় পরপর জরিপ কাজ পরিচালিত হয়। এসব জরিপের কারণে দেশের আইন অঙ্গনে অধিকাংশ মামলা-মোকদ্দমা চলছে। কারণ এ জরিপে মালিকানার স্বত্বলিপি হাতে লেখা হত। ভূমি মন্ত্রণালয় কর্তৃক আধুনিক তথ্য প্রযুক্তি পদ্ধতিতে ভূমি জরিপ কাজ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা দেশের ভূমি খাতে জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। বিগত ১৭ বছর ফ্যাসিবাদ সরকার অধিদপ্তরের জনবল বৃদ্ধি, স্বাভাবিক পদোন্নতি ও জরিপ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সংস্থানসহ কোন সমস্যাই সমাধান করেনি।

তিনি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে শূন্যপদ পূরণ, নিয়মিত পদোন্নতি, আবাসন সুবিধাদান ও আধুনিক জরিপ কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা গ্রহণসহ সার্বিক সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।

পরিষদের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক মহ. মনিরুজ্জামান, সংগঠনের সাবেক সভাপতি সুরতুজ্জামান ও নির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাখাওয়াৎ হোসেন বক্তব্য দেন।

আরএমএম/এমআইএইচএস/এএসএম

Read Entire Article