সরকারি খরচে ১৩ লাখ ৩০ হাজার ১৬১ জনকে আইনি সহায়তা
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ১৩ লাখ ৩০ হাজার ১৬১ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের অক্টোবর মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অসচ্ছল বিচার প্রার্থীদের ৪ লাখ ৪৭ হাজার ৭৪০টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে। আরও পড়ুনমৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা-কামালকে ফেরত আনতে আইনি প্রক্রিয়া কী? শেখ হাসিনার পক্ষে নিয়োগ পাওয়া আইনজীবী কোন আদালতে প্র্যাকটিস করেন এতে বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচে এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৯ হাজার ৯১২ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের ১০ লাখ ৭৭ হাজার ৮০৩ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ৭৪৪ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। এসময়ে সরকারি আইনি সহায়তায় জাতীয় হেলপলাইন কল সেন্টারের মাধ্যমে এক লাখ ৯২ হাজার ৭০২ জনকে সেবা দেওয়া হয়। দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রা
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ১৩ লাখ ৩০ হাজার ১৬১ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
২০০৯ সাল থেকে ২০২৫ সালের অক্টোবর মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অসচ্ছল বিচার প্রার্থীদের ৪ লাখ ৪৭ হাজার ৭৪০টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা-কামালকে ফেরত আনতে আইনি প্রক্রিয়া কী?
শেখ হাসিনার পক্ষে নিয়োগ পাওয়া আইনজীবী কোন আদালতে প্র্যাকটিস করেন
এতে বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচে এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৯ হাজার ৯১২ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের ১০ লাখ ৭৭ হাজার ৮০৩ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ৭৪৪ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। এসময়ে সরকারি আইনি সহায়তায় জাতীয় হেলপলাইন কল সেন্টারের মাধ্যমে এক লাখ ৯২ হাজার ৭০২ জনকে সেবা দেওয়া হয়।
দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।
এফএইচ/কেএসআর
What's Your Reaction?