সরকারি চাকরিতে কর্মচারীদের পদোন্নতি নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (০৬ এপ্রিল) মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএসের ব্যক্তিগত তথ্য হালনাগাদকরণের ক্ষেত্রে অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এতে বলা হয়, যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএসে পিডিএসের তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না।
জিইএমএস বা জেমস হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি এবং বিদ্যমান সরকারি পদগুলোর একটি নির্ভরযোগ্য ও গতিশীল তথ্যভাণ্ডার প্রস্তুত করার প্ল্যাটফর্ম।
এই ব্যবস্থার উদ্দেশ্য হলো, কর্মকর্তাদের কর্মকৃতি মূল্যায়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের অনলাইন সিস্টেম সরবরাহ করা, মানবসম্পদ ব্যবস্থাপনায় তথ্য-উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি করা এবং সিস্টেমটি ব্যবহার করে বদলি, পদায়ন, প্রশিক্ষণে মনোনয়ন, কর্মকৃতি মূল্যায়নসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা।