সরকারি জায়গায় এনসিপির অনুষ্ঠান, এসিল্যান্ডের জিডি

1 month ago 9

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা ভূমি অফিসের জায়গায় জুলাই অভ্যুত্থানের আয়োজন করার অভিযোগ পাওয়া গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে।

এ নিয়ে মঙ্গলবার (৫ আগস্ট) দিনভর প্রশাসন ও এনপিসির মধ্যে মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)।

আশুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন বলেন, ‘অফিসের সীমানায় থাকা টিনের বেড়া খুলে এনসিপির লোকজন ঢুকে পড়েন। তারা অফিস প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানান। তাদের অন্যত্র অনুষ্ঠান করার কথা বললেও শোনেননি। ইউএনও ও ওসি ওনাদের সঙ্গে কথা বললেও কোনো লাভ হয়নি। তারা বিভিন্ন রকম ভয়ভীতি দেখান।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া জানান, অনুমতি ছাড়া সরকারি অফিসের ভেতরের জায়গায় অনুষ্ঠানের আয়োজন করতে নিষেধ করা হয়। তাদেরকে বারবার বলার পরও সেখান থেকে সরেননি।

এ ঘটনায় এসিল্যান্ড তাহমিনা সারমিন থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-৩০ জনকে অভিযুক্ত করে জিডি করেছেন।

অভিযুক্তরা হলেন এনপিসি আশুগঞ্জ উপজেলার সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম, যুগ্ম সমন্বয়কারী আমিনুল ইসলাম দিপু মোল্লা, সমন্বয়কারী সুমন মৃধা ও জেলার যুগ্ম সমন্বয়কারী আকিব জাবেদ।

এ বিষয়ে জেলার যুগ্ম সমন্বয়কারী আকিব জাবেদ বলেন, ‘আমি অনুষ্ঠানের অনুমতি নিতে আশুগঞ্জ ইউএনওকে কল দিয়েছিলাম। তিনি অনুমতি দেননি। এছাড়া উনার সঙ্গে তেমন কথা হয়নি। উনাদের অভিযোগ মিথ্যা। অথচ একই জায়গায় এর আগে রাজনৈতিক বিভিন্ন দলের কর্মসূচি পালন করা হয়েছে। তখন কোনো বাধা দেওয়া হয়নি। বিষয়টি দুঃখজনক।’

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেন, আশুগঞ্জের এসিল্যান্ড চারজনের নাম উল্লেখ করে জিডি করেছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।

আবুল হাসনাত মো রাফি/এসআর/জেআইএম

Read Entire Article