সরকারি বাঙলা কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

2 months ago 6

সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বাংলা সাহিত্যের দুই কিংবদন্তি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

সোমবার (২৬ মে) কলেজের অডিটরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

আয়োজনের শুরুতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের সাহিত্য ও সংস্কৃতির দুই অনন্য উচ্চতা। তাদের জীবনদর্শন, কাব্যচিন্তা ও মানবতাবোধ বর্তমান প্রজন্মের জন্য অমূল্য পথনির্দেশনা হয়ে থাকবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক নাহিদ পারভীন। তিনি তার বক্তব্যে দুজনের সাহিত্যকীর্তি এবং তাদের চিরন্তন আবেদন নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন হুমায়রা মোর্শেদা আক্তার, যিনি রবীন্দ্র ও নজরুলের সাহিত্য ও সাম্প্রতিক প্রাসঙ্গিকতা নিয়ে একটি প্রাঞ্জল ও তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে ছিলেন ড. মাহবুবা পারভীন, যিনি পুরো আয়োজনের সমন্বয় ও পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন সহশিক্ষা সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমান ও সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ। এছাড়াও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, শিক্ষক, শিক্ষার্থী এবং সাংস্কৃতিক কর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভার পর আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সরকারি বাঙলা কলেজের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা রবীন্দ্রনাথ ও নজরুলের গান পরিবেশন করেন। পরিবেশনায় ছিল একাধিক নজরুলগীতি ও রবীন্দ্রসংগীত, যার সঙ্গে তাল মিলিয়ে পরিবেশিত হয় শাস্ত্রীয় ও সৃজনশীল নৃত্য। দর্শকরা আনন্দঘন পরিবেশে এই সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন।

পুরো আয়োজনজুড়ে ছিল সাহিত্যপ্রেম, দেশাত্মবোধ ও সংস্কৃতি চর্চার এক অনন্য সম্মিলন। এমন আয়োজনে আগামী দিনগুলোতেও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি ও মননের চর্চায় আরও অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Read Entire Article