সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আজাদ, সদস্যসচিব মুবীন

2 hours ago 3

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন এ কে এম আজাদ ও সদস্যসচিব হয়েছেন মো. আব্দুল মুবীন।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তেন আয়োজিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (২০১৯-২২ সেশন) সর্বশেষ আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। পরবর্তীতে নির্বাচন ও অন‍্যান‍্য গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করার জন‍্য সাধারণ সভা করা হয়। সভায় উপস্থিত সদস্যের সরাসরি অংশগ্রহণে ও মতামতের ভিত্তিতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে এ কে এম আজাদ ও সদস্যসচিব হিসেবে মো. আব্দুল মুবীনকে মনোনীত করা হয়। তাদের নেতৃত্বে একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে। এ আংশিক কমিটি দ্রুততম সময়ে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবে।

এএএইচ/এমএএইচ/এএসএম

Read Entire Article