সরকারের উচিত ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা

3 months ago 55

মৌলিক সংস্কার সম্পন্ন করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

বুধবার (২১ মে) সন্ধ্যা ৭ টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে দলটির নেতারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ উদ্বেগের সঙ্গে বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের তত্ত্বাবধানে দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ঠিক হবে না। এর সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থ জড়িত। বরং দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে পারলে দেশীয় জনবল দিয়েই বন্দরে বিরাজমান সংকট সমাধান সম্ভব। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের নির্মাণকাজও দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে পারলে চট্টগ্রাম বন্দরের সংকট আরও সামাধান হবে।

বৈঠকে আরও বলা হয়, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও পক্ষসমূহের মধ্যে প্রকাশ্য বিভেদ ও কাদা ছোড়াছুড়ি হতাশাজনক। এতে পতিত ফ্যাসিস্ট-স্বৈরাচার ও তার দোসররা লাভবান হবে। দায়িত্বশীল পর্যায়ে থেকে সবাইকে আরও সহনশীল হওয়ার আহ্বান জানাচ্ছি। আর সরকারের উচিত প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষ করে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা।

অন্তর্বর্তীকালীন সরকারসহ গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে আরও সজাগ থাকার আহ্বান জানিয়ে দলটির নেতারা বলেন, আকাশ প্রতিরক্ষা জোরদারসহ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে এবারের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার জোর দাবি জানাচ্ছি। কোরবানির পশু ও চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে এখন থেকেই সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি।

নারী বিষয়ক সংস্কার কমিশন সরাসরি ইসলামের মৌলিক বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে বলে উল্লেখ করা হয় বৈঠকে। নেতারা বলেন, চরম বিতর্কিত এই কমিশন ও তাদের প্রস্তাবনাসমূহ বাতিলে কালক্ষেপণ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো কিছু বয়ে আনবে না। কারণ, এই কমিশন ভবিষ্যৎ বাংলাদেশের পরিবার ও সমাজ ব্যবস্থায় মারাত্মক বিশৃঙ্খলার সূত্রপাত ঘটাতে চায়।

সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত এই নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।

এএএম/এএমএ/জিকেএস

Read Entire Article