সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দাম চড়া

1 month ago 17

এক সপ্তাহ ধরে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ কমেছে। কেজিপ্রতি দাম বেড়েছে ৫০০ থেকে ৮০০ টাকা। শীতে নদীর পানি কমে যাওয়ায় জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ।

এদিকে হাঁকডাকে সরগম থাকা চাঁদপুর ইলিশ ঘাট এখন সুনসান নীরবতা। ইলিশের সরবরাহ কমে যাওয়ায় কমেছে ঘাটের শ্রমিকদের কর্মযজ্ঞ। দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতা।

সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দাম চড়া

গত সপ্তাহে ৫০০ মণের ওপরে ইলিশ সরবরাহ হলেও মঙ্গলবার ৫০ মণ ইলিশও উঠেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সমুদ্র ও দক্ষিণাঞ্চলের ইলিশের দামের পাশাপাশি চাঁদপুরের ইলিশের দাম বেশ চড়া।

বড় স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানান, এক সপ্তাহ ধরে ইলিশের দাম বেড়েছে। এখন ইলিশের মৌসুম না যার কারণে ঘাটে ইলিশ সরবরাহ একেবারেই কম। যার কারণে ইলিশের দাম বেড়েছে অনেক বেশি। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৬০০ থেকে ২৮০০ টাকায়। এছাড়া এক কেজির নিচে ৬০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ দুই হাজার থেকে ২২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দাম চড়া

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, এখন ইলিশের আন সিজন। এ মৌসুমে জেলেদের জালে খুব কমই ইলিশ ধরা পড়ে। ব্যবসায়ীদের কাছে খুব কমই ইলিশ আছে। যার কারণে দাম অনেক বেশি। ক্রেতাদের যতটুকু চাহিদা ততটুকু আসলে ইলিশ মাছঘাটে দেই। এ মৌসুমে ইলিশের দাম আর কমার সম্ভাবনা নেই।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস

Read Entire Article