সর্বোচ্চ করদাতা দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা

চলতি বছরের শুরুতেই বড় অঙ্কের কর পরিশোধ করে আলোচনায় এসেছেন দক্ষিণী এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। জানা গেছে, ২০২৬ সালের শুরুতে তিনি প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা কর দিয়েছেন। এ খাতে কর্নাটকের কোদাগু জেলায় চলতি বছরের সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন রাশমিকা। অভিনয় জীবন শুরু করেছিলেন ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে। এরপর একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন তিনি। ‘গীতগোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ’ এবং ‘অ্যানিম্যাল’-এর মতো ব্লকবাস্টার হিটে অভিনয়ের মাধ্যমে খুব দ্রুত তারকা খ্যাতির শীর্ষে পৌঁছেছেন রাশমিকা। গত বছরই তিনি ছয়টি সিনেমা মুক্তি দিয়েছেন, যা সমসাময়িক অন্যান্য অভিনেত্রীদের তুলনায় অনেক বেশি। কাজের জন্য মুম্বাই ও হায়দরাবাদে থাকলেও তার শিকড় রয়েছে কর্নাটকের কোদাগু জেলায়। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার আয় ও সম্পদও দ্রুত বৃদ্ধি পেয়েছে। তিনি বিলাসবহুল গাড়ির উল্লেখযোগ্য সংগ্রহ তৈরি করেছেন। তার গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি এবং রেঞ্জ রোভারসহ একাধিক দামি গাড়ি। রিয়েল এস্টেটেও বিনিয়োগ করেছেন রাশমিকা মান্দানা। বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি টাকার একটি প্রাসাদসম

সর্বোচ্চ করদাতা দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা

চলতি বছরের শুরুতেই বড় অঙ্কের কর পরিশোধ করে আলোচনায় এসেছেন দক্ষিণী এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। জানা গেছে, ২০২৬ সালের শুরুতে তিনি প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা কর দিয়েছেন। এ খাতে কর্নাটকের কোদাগু জেলায় চলতি বছরের সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন রাশমিকা।

অভিনয় জীবন শুরু করেছিলেন ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে। এরপর একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন তিনি। ‘গীতগোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ’ এবং ‘অ্যানিম্যাল’-এর মতো ব্লকবাস্টার হিটে অভিনয়ের মাধ্যমে খুব দ্রুত তারকা খ্যাতির শীর্ষে পৌঁছেছেন রাশমিকা। গত বছরই তিনি ছয়টি সিনেমা মুক্তি দিয়েছেন, যা সমসাময়িক অন্যান্য অভিনেত্রীদের তুলনায় অনেক বেশি।

কাজের জন্য মুম্বাই ও হায়দরাবাদে থাকলেও তার শিকড় রয়েছে কর্নাটকের কোদাগু জেলায়। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার আয় ও সম্পদও দ্রুত বৃদ্ধি পেয়েছে। তিনি বিলাসবহুল গাড়ির উল্লেখযোগ্য সংগ্রহ তৈরি করেছেন। তার গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি এবং রেঞ্জ রোভারসহ একাধিক দামি গাড়ি।

রিয়েল এস্টেটেও বিনিয়োগ করেছেন রাশমিকা মান্দানা। বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি টাকার একটি প্রাসাদসম বাড়ি এবং মুম্বাইতেও রয়েছে তার একটি বিলাসবহুল আবাসন।

স্বল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছেন এই অভিনেত্রী। বর্তমানে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন তিনি। প্রতি সিনেমায় তার পারিশ্রমিক প্রায় ৪ কোটি রুপি। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, রাশমিকার মোট সম্পদের পরিমাণ এখন ৪৫ কোটি রুপিরও বেশি।

শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই জনপ্রিয় অভিনেত্রী। তার আগেই সর্বোচ্চ কর দিয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসা কুড়ালেন রাশমিকা মান্দানা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow