সহকারী হাইকমিশনে হামলা, ভারতকে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি

3 weeks ago 14
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, পতাকা অবমাননা এবং ভারতীয় আগ্রাসনের দায়ে ভারতকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে বলে হুঁশিয়ারি প্রদান করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।  সোমবার (২ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এমন বক্তব্য দেন। বিন ইয়ামিন মোল্লা বলেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনের উপর যে হামলা করা হয়েছে তার মাধ্যমে বিজেপি একটি নগ্ন ইতিহাস সৃষ্টি করেছে। এটি বিজেপি, আরএসএসের মতো আগ্রাসী উগ্রবাদী গোষ্ঠীর কাজ। মোদি সরকার এটি করেছে। তারা নিজের দেশে মসজিদ ভেঙে আমাদের ধর্মীয় সম্প্রীতির জ্ঞান দেয়। ভারতের শান্তিকামী মানুষের উদ্দেশে তিনি বলেন, ভারতের শান্তিকামী মানুষকে আহ্বান করব তারা যেন এসব আগ্রাসনের বিরূদ্ধে ব্যবস্থা নেন। যারা ধর্মীয় সম্প্রীতি চান তারা এসব জঙ্গি ইসকন, বিজেপি, আরএসএসের ষড়যন্ত্র রুখে দিন। ভারত সরকারকে ক্ষমা চাইতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা ভারত সরকারকে বলতে চাই, আপনারা যদি বাংলাদেশ নিয়ে খেলেন তাহলে আমরা সেভেন সিস্টার্স নিয়ে খেলব। আমাদের সীমান্তে যদি কোনো ট্যাঙ্ক ঢুকতে দেখি তাহলে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেব। বাংলাদেশ ভারতকে বন্ধু রাষ্ট্র ভেবে কত কিছু দিয়েছে কিন্তু ভারত সরকার সীমান্তে লাশ, আগ্রাসন বাদে কিছু দেয়নি। ভারতের জনগণ একতাবদ্ধ হতে পারবে না। তারা বিভিন্নভাবে বিভক্ত। কিন্তু বাংলাদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে একতা বদ্ধ আছে, আমরা কাউকে ভয় পাই না। ভারতকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে।
Read Entire Article