সহজ জয়ে শুরু আবাহনীর

2 weeks ago 5

সম্পূর্ণ স্থানীয় খেলোয়াড় নিয়ে নতুন ফুটবল মৌসুম ভালোভাবেই শুরু করেছে আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচ জয়ের পর সহজ জয়ে শুরু করেছে ফেডারেশন কাপও। মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে আবাহনী ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

প্রথমার্ধে ১-০ গোলে লিড নিয়ে দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে আবাহনী। ১৭ মিনিটে সুমন রেজার গোলে এগিয়ে যায় আকাশি-নীলরা। প্রাধান্য নিয়ে খেললেও ব্যবধান দ্বিগুন করতে আবাহনীকে অপেক্ষা করতে হয় ৭৬ মিনিট পর্যন্ত। এ সময় ২-০ করেন মোহাম্মদ ইব্রাহিম।

সমর্থকরা ২-০ ব্যাবধানের জয় নিয়ে স্টেডিয়াম ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ম্যাচের কয়েক মিনিট বাকি থাকতে ইয়াসিন খান গোল করলে আবাহনীর ফেডারেশন কাপ সূচনা হয় ৩-০ ব্যবধানে।

এবার আবাহনীতে কোনো বিদেশি খেলোয়াড় নেই। কোচের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ মারুফুল হক। প্রথমবার আবাহনীর ডাগআউটে দাঁড়ানো মারফুল হকের প্রথম তিন ম্যাচে সন্তুষ্ট আকাশি-নীল সমর্থকরা। লিগের প্রথম দুই ম্যাচে জয়, পূর্ণ পয়েন্ট নিয়ে শুরু করলো ফেডারেশন কাপও।

আরআই/আইএইচএস

Read Entire Article