সহোদরের হাতে বড় ভাই খুন

5 months ago 14

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় ছুরিকাঘাতে নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছোট ভাইকে তার স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (২১ মে) রাত আনুমানিক পৌনে ২টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার ২ নম্বর রোডের বি-ব্লকে নিজ বাসার চতুর্থ তলায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সাহেদ (৩৫) তার সহোদর ছোট ভাই জাহেদ রাউজান থানার নোয়াপাড়া এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে। এ ঘটনায় জাহেদ ও তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম চান্দগাঁও থানায় আটক রয়েছেন।

এসব তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ স্থানীয়দের কল পেয়ে ছুরিকাঘাতে নিহত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের বরাতে ওসি আফতাব উদ্দিন বলেন, নিহত সাহেদ ও তার ছোট ভাই জাহেদ এক সময় পরিবারের সঙ্গে দুবাই থাকতেন। চান্দগাঁও আবাসিক এলাকায় তাদের দুটি ফ্ল্যাট আছে। একটি ভাড়া দিয়েছেন। আরেকটিতে গত দুই বছর ধরে দুই ভাই তাদের স্ত্রীসহ থাকতেন। গত বছর বড় ভাই সাহেদের বিবাহ বিচ্ছেদ হয়।

তিনি আরও বলেন, আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি ছোট ভাই প্রায়ই মাদক সেবন করে বাসায় চিৎকার চেঁচামেচি করতেন। গতকাল তাদের দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহেদ তার বড় ভাই সাহেদকে বুকে ছুরিকাঘাত করে। পরে স্ত্রীসহ দুজন বড় ভাইয়ের লাশ নিয়ে পালানোর চেষ্টা করছিলেন।

Read Entire Article