সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রাজিব আহসান

2 hours ago 5
দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান প্রয়াত আরিফিন তুষারের শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে তুষারের গ্রামের বাড়ি মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ভূঁইয়া বাড়িতে গিয়ে তার বাবা-মা এবং স্ত্রী-সন্তান, ভাইসহ পরিবারের সদস্যের খোঁজখবর নেন তিনি। এ সময় রাজিব আহসান বলেন, আরিফিন তুষার একজন সৎ এবং সাহসী সাংবাদিক ছিলেন। অসময়ে তার চলে যাওয়া খুবই কষ্টের। এ সময় তিনি তুষারের পরিবারের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তুষারের মায়ের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন। এর আগে রাতে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে শায়িত আরিফিন তুষারের কবর জিয়ারত করেন রাজিব আহসান। এ সময় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের (দক্ষিণ) সভাপতি জহির উদ্দিন তুহিন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজামসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে নগরীর সদর রোডে কালবেলা ব্যুরো অফিসে শ্বাসকষ্ট এবং হৃদরোগে অসুস্থ হয়ে পড়েন কালবেলার ব্যুরো প্রধান আরিফিন তুষার। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Read Entire Article