সাংবাদিক নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১

1 hour ago 2

রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মারধর, হেনস্তা ও নির্যাতনের ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক লিয়াকত আলী বাদল। এ মামলায় রতন মিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নগরীর শাপলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) রাতে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী উম্মে ফাতিমাসহ ১৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলাটি করেন লিয়াকত আলী। মামলায় সিটি করপোরেশনের ৯ কর্মকর্তা-কর্মচারী ও সাবেক কাউন্সিলর লিটন পারভেজকে আসামি হিসেবে আছেন। মামলায় ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

রংপুর নগরীর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, সাংবাদিককে তুলে এনে মারধর করার ঘটনায় করা মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ‘জুলাই যোদ্ধা’ ও ‘জুলাই রাজবন্দী’ কোটায় রংপুর সিটি করপোরেশনে গোপনে ৬০০ জনের অটোরিকশার লাইসেন্স আবেদনের সংবাদ প্রকাশ করার পর গত ২১ সেপ্টেম্বর সাংবাদিক লিয়াকত আলী বাদলকে নগরীর কাচারী বাজার এলাকা থেকে তুলে নিয়ে যায়। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও একটি দৈনিক পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক। এরপর দুপুরে সাংবাদিকরা নগর ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি করলে কর্মকর্তা ও কর্মচারীরা সাংবাদিকদের ওপর আবারও হামলা চালান।

এদিকে এ ঘটনায় জড়িতদের মঙ্গলবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে বুধবার (২৪ সেপ্টেম্বর) মহানগর পুলিশ কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন রংপুরের সাংবাদিক সমাজ। রংপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ অংশ নেন।

Read Entire Article