দেশের প্রখ্যাত সাংবাদিক শামীম আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)। শামীম আহমদ ডিক্যাবের সাবেক সভাপতি।
সোমবার (৭ জুলাই) এক শোকবার্তায় ডিক্যাব সভাপতি একেএম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন বলেন, শামীম আহমদ ছিলেন দেশের সাংবাদিকতা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। পেশাগত সততা, নিষ্ঠা ও নেতৃত্বগুণে তিনি সাংবাদিকদের জন্য অনুকরণীয় ছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ সাংবাদিক, সংগঠক, অভিভাবক এবং বন্ধু।
- আরও পড়ুন
- সাংবাদিক শামিম আহমদ মারা গেছেন
শোকবার্তায় আরও বলা হয়, শামীম আহমদের মৃত্যুতে সাংবাদিক সমাজ এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও সম্মানিত সহকর্মীকে হারাল, যিনি ডিক্যাবের কার্যক্রমে নিবেদিতভাবে যুক্ত ছিলেন এবং সংগঠনের উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন।
ডিক্যাব মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। পাশাপাশি মহান আল্লাহর কাছে তার জান্নাতুল ফেরদৌসে স্থান এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি কামনা করেছে।
রোববার (৬ জুলাই) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শামীম আহমদকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার সকালে সেখানে ইন্তেকাল করেন তিনি।
জেপিআই/বিএ/এএসএম