সাংবাদিক সাদির বাবা মারা গেছেন

2 months ago 48

সময় টিভির যুগ্ম বার্তা সম্পাদক ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) কোষাধ্যক্ষ নাজিম উদ-দৌলা সাদির বাবা বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল খালেক লস্কর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৮ জুন) দুপুর ১টার দিকে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি।

ডা. আব্দুল খালেক লস্কর ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি। এ ছাড়াও তিনি যশোর জেলা কমিটির সভাপতি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (জাগপা) যশোর জেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মুক্তিযুদ্ধেও ছিল তার সাহসী অংশগ্রহণ।

পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা বৃহস্পতিবার সকাল ১০টায় বাঘারপাড়ার চাঁদপুর গ্রামে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

Read Entire Article