সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

নরসিংদীর মাধবদীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রিফাত মিয়া নামে আরও এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রিফাত মিয়া নামে এজাহারভুক্ত ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার দিন সোমবার আলাল সরকার ও রনি মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ঘটনার শিকার সাংবাদিকরা বলছেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) গতকাল সোমবার মাধবদীর ড্রিম হলি ডে পার্কে ‘ক্র্যাব ফ্যামিলি ডে–২০২৬’ আয়োজন করে। অনুষ্ঠান শেষে সংগঠনটির সদস্য ও পরিবারের সদস্যরা সন্ধ্যায় বাসে ওঠার সময় একদল লোক পার্কিং ফি চায়। এ নিয়ে পার্কিংয়ের মালিক হারুন মিয়া ও তার লোকজনের সঙ্গে সাংবাদিকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পার্কিং ফির রশিদ চাইলে সাংবাদিকদের ওপর হামলা শুরু হয়। হারুন মিয়া, তার ছেলে ও সহযোগীরা দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান। এতে ক্র্যাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ফয়েজ, খবর সংযোগের সিনিয়র রিপোর্টার শহিদুল ইসলাম শাহেদ ও জিটিভির সিনিয়র রিপোর্টার মহসিন কবিরসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। তারা সবাই ক্র্যাব সদস্য। ক্র্যাব নেতারা জানিয়ে

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

নরসিংদীর মাধবদীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রিফাত মিয়া নামে আরও এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রিফাত মিয়া নামে এজাহারভুক্ত ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার দিন সোমবার আলাল সরকার ও রনি মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

ঘটনার শিকার সাংবাদিকরা বলছেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) গতকাল সোমবার মাধবদীর ড্রিম হলি ডে পার্কে ‘ক্র্যাব ফ্যামিলি ডে–২০২৬’ আয়োজন করে। অনুষ্ঠান শেষে সংগঠনটির সদস্য ও পরিবারের সদস্যরা সন্ধ্যায় বাসে ওঠার সময় একদল লোক পার্কিং ফি চায়। এ নিয়ে পার্কিংয়ের মালিক হারুন মিয়া ও তার লোকজনের সঙ্গে সাংবাদিকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পার্কিং ফির রশিদ চাইলে সাংবাদিকদের ওপর হামলা শুরু হয়। হারুন মিয়া, তার ছেলে ও সহযোগীরা দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান। এতে ক্র্যাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ফয়েজ, খবর সংযোগের সিনিয়র রিপোর্টার শহিদুল ইসলাম শাহেদ ও জিটিভির সিনিয়র রিপোর্টার মহসিন কবিরসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। তারা সবাই ক্র্যাব সদস্য।

ক্র্যাব নেতারা জানিয়েছেন, পরিবহন চাঁদাবাজদের ওই হামলার ঘটনায় সোমবার রাতেই ক্র্যাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ফয়েজ বাদি হয়ে মামলা করেন। এতে ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এবং পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ মূল হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি।

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ-আল-ফারুক জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার শিকার সাংবাদিকরা জানিয়েছেন, হামলাকারীরা ক্র্যাবের ভাড়া করা একটি বাসের কাচ ভেঙে দেয় এবং বাসে আগুন দেওয়ার হুমকিও দেয়। ওই সময় ক্র্যাব সদস্যদের পরিবারের নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 

এদিকে সাংবাদিকদের ওপর পরিবহন চাঁদাবাজদের ন্যাক্করজনক হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), রিপোর্টার্স অ্যাগেইনেস্ট করাপশন-র‌্যাক, ল’ রিপোর্টার্স ফোরম ও শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকাসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। নেতাকর্মীরা অবিলম্বে নরসিংদীর ড্রিম হলি ডে পার্কের সামনে চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তার ও যথাযথ শাস্তি দাবি করেছেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টর্স এসোসিয়েশন (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল জানিয়েছেন, ন্যাক্করজনক ওই মামলার ঘটনায় সোমবার রাতেই মামলা করা হয়েছে। আহত সদস্যদের চিকিৎসা চলছে। জড়িত হামলাকারীরা যাতে দ্রুত আইনের আওতায় আসে, এজন্য ক্র্যাবের পক্ষ থেকে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow