সাংবাদিকের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন 

2 weeks ago 16
বিমানবন্দরে সংবাদ সংগ্রহে গিয়ে এশিয়ান টিভির কার্ডধারী সাংবাদিক এনামুল গংদের হামলার শিকার হয়েছেন কালবেলার রিপোর্টার আব্দুর রহমান মাহিন। এই ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন করেন।  এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, কোনো সাংবাদিক অন্য কোনো সাংবাদিকের ওপর হামলা করতে পারে না। রক্তপাত ঘটাতে পারে না। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। সাংবাদিক কার্ডধারী সন্ত্রাসীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সাংবাদিক সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের প্রতি জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে এশিয়ান টিভির এনামুলকে এশিয়ান টিভি থেকে স্থায়ী বহিষ্কার এবং গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তারা। জুলাই বিপ্লব পরবর্তী সাংবাদিকতায় সংবাদকর্মী নিয়োগে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা, সাংবাদিকতার নীতিনৈতিকতার জ্ঞান, মানবিক গুণাবলি বিবেচনায় নেওয়ার অনুরোধ করেন সাংবাদিকরা। সেই সঙ্গে সাংবাদিকরা বিপদের সম্মুখীন হলে সংবাদকর্মী ও সাংবাদিক সংগঠনগুলোর পাশাপাশি প্রতিষ্ঠানের মালিকদেরও বিপদগ্রস্ত সাংবাদিকের পাশে দাড়ানোর জোর দাবি জানান। উল্লেখ্য, গত শনিবার (২৮ ডিসেম্বর) কালবেলার মোজো রিপোর্টার আব্দুর রহমান মাহিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেশাগত দায়িত্বপালনকালে এশিয়ান টিভির কার্ডধারী সাংবাদিক এনামুলসহ বেশ কয়েকজন তার ওপর হামলা চালায়। হামলায় আহত অবস্থায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় এশিয়ান টিভি থেকে এনামুল হককে সাময়িক বহিষ্কার করেছে। এবং বিমানবন্দর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
Read Entire Article