চুয়াডাঙ্গার জীবননগরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জীবননগর প্রতিনিধি আতিয়ার রহমানের বাড়িতে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক আতিয়ার রহমানের স্ত্রী ঘরে তালা দিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন ঘরের দরজার তালা ভাঙা ও ভেতরের সমস্ত আসবাবপত্র এলোমেলো। পরে শোকেস থেকে নগদ ১ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে নিশ্চিত হন।
খবর পেয়ে জীবননগর-দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা দ্রুত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দেন।
সাংবাদিক আতিয়ার রহমান জানান, আমি গরীব মানুষ। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে ১০-১২ বছর ধরে অল্প অল্প করে স্বর্ণালংকার তৈরি করেছিলাম। এর আগে গত মে মাসেও ওয়াজ মাহফিলে গেলে আমার বাড়ি থেকে ৬৩ হাজার টাকা চুরি হয়েছিল, যা আজও উদ্ধার হয়নি। আমার বিশ্বাস, সঠিকভাবে তদন্ত করলে পুলিশ চোরদের শনাক্ত করতে সক্ষম হবে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস কালবেলাকে বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুব দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছি।