‘সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে একটি জাতি ভবিষ্যৎ নির্মাণ করে’

2 hours ago 4

বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা বলেছেন, ‘সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে একটি জাতি ভবিষ্যৎ নির্মাণ করে। দেশের সুনাগরিক হিসেবে চিন্তা-চেতনা, মেধা-মননে আমাদের বিকশিত হবে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নপূরণের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। অনগ্রসর ও সুবিধাবঞ্চিত শিশুর পাশে দাঁড়াতে হবে।’

১৮ অক্টোবর বিকেল ৪টায় শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে নজরুল শিশু নাট্যম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, ‘সাম্যের কবি নজরুলের স্মৃতিবিজড়িত বাংলা একাডেমির বর্ধমান হাউজ প্রাঙ্গনের এই সভা আমাদের নজরুলকেই মনে করিয়ে দেয়। সাম্য সুন্দর সমাজ গঠনে আমাদের বারবার নজরুলের কাছে ফিরে যেতে হবে। গত পনেরো বছর আমাদের সাংস্কৃতিক চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সারাদেশে শিল্প-সংস্কৃতির চর্চা বন্ধ হয়ে গিয়েছিল।’

আরও পড়ুন
মঞ্চ নাটকের ঐতিহ্য ফেরাতে সতীর্থের উদ্যোগ 
সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মেঘদূতের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

নজরুল শিশু নাট্যমের সভাপতি ইকবাল হাসানের সঞ্চালনায় গল্প বলা, কচিকণ্ঠে আবৃত্তি, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নাট্যজন কাজী আসাদ, নাট্যকার নূর হোসেন রানা, ইতিহাস গবেষক আল আমীন বিন হাসিম, নাট্যকার লুতফুল আহসান বাবু, শিশু উন্নয়ন ও গবেষণা পরিষদের মহাসচিব এম আজমল আলি খান, সংগঠক খন্দকার শাহ আলম, হোপ ৮৭-এর পরিচালক রেজাউল করিম বাবু, ভাষা আন্দোলন গবেষক মাহমুদ বিন কাসিম, কবি আবদুর রহমান মল্লিক, কবি শাহ সিদদীক, বাচসাসের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য ও আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়।

এসইউ/

Read Entire Article