সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শেষ হবে শিবিরের প্রকাশনা উৎসব 

5 hours ago 4

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির আয়োজিত প্রকাশনা উৎসব শেষ হচ্ছে আজ। তবে ‘সাংস্কৃতিক সন্ধ্যা’র আয়োজনের মাধ্যমে এ উৎসব শেষ হতে যাচ্ছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠান হবে। বিষয়টি জানিয়েছেন ছাত্রশিবিরের শাখা সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম।

তিনি জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নববর্ষ প্রকাশনা উৎসবের আজ শেষ দিন। শেষ দিনের আয়োজন ‘সাংস্কৃতিক সন্ধ্যা’র মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। আসুন সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতির বিরুদ্ধে  রুখে দাঁড়াই।

রিয়াজুল ইসলাম আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিল্পীগোষ্ঠী নিমন্ত্রণ সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাটক, অভিনয়, ইসলামিক সংগীতসহ নানা আয়োজনে অংশ নিতে পারবেন। আপাতত বাহিরের কোনো অতিথি বা আকর্ষণ  আসছেন না বলেন তিনি।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি জবি ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব শুরু হয়। পাঁচ দিনব্যাপী এ উৎসবে প্রতিদিন প্রতিটি স্টলেই ভিড় দেখা গেছে। ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক সাদেক কায়েমসহ বিভিন্ন নেতারা পরিদর্শন করেন।

Read Entire Article