সাইফ আলী খানের ওপর হামলাকারী ঝালকাঠির শেহজাদ

6 days ago 11

 

ভারতের জনপ্রিয় নায়ক সাইফ আলী খানের ওপর হামলাকারী মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশের ঝালকাঠির নলছিটি উপজেলার রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি নলছিটি থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি।

হত্যা মামলার পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরিবারের সঙ্গেও তার কোনো যোগাযোগ ছিল না। নলছিটি থানার পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও শেহজাদের পরিবারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এলাকায় তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ২০১৭ সালে নলছিটির মোল্লারহাট স্টিল ব্রিজের কাছে ভাড়ায় মোটরসাইকেল চালক রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় রাজাবাড়িয়া গ্রামের রুহুল আমিন ফকিরের ছেলে মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে আসামি করা হয়। এ ঘটনার পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এলাকায় থাকাকালে তিনি ছিনতাই, চুরি ও মারামারির সঙ্গে জড়িত ছিলেন।

শেহজাদের বাবা রুহুল আমিন ফকির বলেন, আমাদের সঙ্গে শেহজাদের কোনো যোগাযোগ নেই। শুনেছি সে ভারতে আটক হয়েছে। সে কবে, কীভাবে ভারত গেছে তা আমাদের জানা নেই। খারাপ কাজ করলে সে শাস্তি পাবে, এটাই কামনা করছি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আমাদের কাছে এখনো কোনো বার্তা আসেনি। তবে শেহজাদের বিরুদ্ধে নলছিটি থানায় এবং ঢাকায় হত্যা মামলা রয়েছে। তিনি ছিনতাইয়ের সঙ্গেও জড়িত ছিলেন বলে পুলিশের কাছে রিপোর্ট আছে।

মো. আতিকুর রহমান/এফএ/জিকেএস

Read Entire Article