সাইবার ঝুঁকির মুখে তারবিহীন অডিও ডিভাইস

বর্তমানে তারবিহীন হেডফোন, ইয়ারবাড ও ব্লুটুথ স্পিকারের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এসব ছোট ডিভাইসই সাইবার হামলার ঝুঁকি বাড়াতে পারে। গুগলের জনপ্রিয় ‘ফাস্ট পেয়ার’ প্রযুক্তির একটি নিরাপত্তা দুর্বলতার কারণে কিছু তারবিহীন অডিও ডিভাইস হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বেলজিয়ামের কেইউ ল্যুভেন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, ফাস্ট পেয়ার প্রযুক্তির ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম। এর ফলে শুধু ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়াই নয়, ব্যবহারকারীর ওপর নজরদারির ঝুঁকিও তৈরি হতে পারে। গবেষণায় বলা হয়েছে, সনি, জাবরা, জেবিএল, মার্শাল, শাওমি, নাথিং, ওয়ানপ্লাস, সাউন্ডকোর, লজিটেক এবং গুগলের বিভিন্ন অডিও ডিভাইস এই ঝুঁকির আওতায় রয়েছে। গবেষকদের দাবি, হ্যাকার মাত্র ৫০ ফুট দূরত্বে থাকলেই ডিভাইস হ্যাক করার সুযোগ পেতে পারে। একবার নিয়ন্ত্রণে এলে হ্যাকার ফোনকল ব্যাহত করা, অডিও চালানো কিংবা মাইক্রোফোন ব্যবহার করে আশপাশের কথোপকথন শোনার সক্ষমতা অর্জন করতে পারে। এমনকি গুগলের ‘ফাইন্ড হাব’ যুক্ত ডিভাইস হ্যাক হলে ব্যবহার

সাইবার ঝুঁকির মুখে তারবিহীন অডিও ডিভাইস

বর্তমানে তারবিহীন হেডফোন, ইয়ারবাড ও ব্লুটুথ স্পিকারের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এসব ছোট ডিভাইসই সাইবার হামলার ঝুঁকি বাড়াতে পারে। গুগলের জনপ্রিয় ‘ফাস্ট পেয়ার’ প্রযুক্তির একটি নিরাপত্তা দুর্বলতার কারণে কিছু তারবিহীন অডিও ডিভাইস হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বেলজিয়ামের কেইউ ল্যুভেন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, ফাস্ট পেয়ার প্রযুক্তির ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম। এর ফলে শুধু ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়াই নয়, ব্যবহারকারীর ওপর নজরদারির ঝুঁকিও তৈরি হতে পারে।

গবেষণায় বলা হয়েছে, সনি, জাবরা, জেবিএল, মার্শাল, শাওমি, নাথিং, ওয়ানপ্লাস, সাউন্ডকোর, লজিটেক এবং গুগলের বিভিন্ন অডিও ডিভাইস এই ঝুঁকির আওতায় রয়েছে। গবেষকদের দাবি, হ্যাকার মাত্র ৫০ ফুট দূরত্বে থাকলেই ডিভাইস হ্যাক করার সুযোগ পেতে পারে। একবার নিয়ন্ত্রণে এলে হ্যাকার ফোনকল ব্যাহত করা, অডিও চালানো কিংবা মাইক্রোফোন ব্যবহার করে আশপাশের কথোপকথন শোনার সক্ষমতা অর্জন করতে পারে। এমনকি গুগলের ‘ফাইন্ড হাব’ যুক্ত ডিভাইস হ্যাক হলে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

গবেষকরা আরও জানান, এই ঝুঁকি কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়; আইফোন ব্যবহারকারীরাও এতে আক্রান্ত হতে পারেন। যদিও মূল ব্লুটুথ প্রযুক্তিতে বড় ধরনের সমস্যা নেই, তবে ফাস্ট পেয়ার প্রোটোকলের বাস্তবায়নে থাকা দুর্বলতাই এই নিরাপত্তা ঝুঁকির কারণ।

গুগল এই দুর্বলতা স্বীকার করেছে এবং ফাস্ট পেয়ার ও ফাইন্ড হাবের নিরাপত্তা নিয়মিত পর্যালোচনা ও উন্নত করা হচ্ছে। কিছু নির্মাতাকে সতর্ক করা হয়েছে এবং গুগলের নিজস্ব অডিও ডিভাইস ও অ্যান্ড্রয়েড ফাইন্ড হাবের জন্য নিরাপত্তা আপডেট প্রকাশ করা হয়েছে, যাতে এই ধরনের হামলা প্রতিরোধ করা যায়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow