সাজানো মামলায় সাজা!
ঢাকা-১২ এর সাবেক এমপি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে হত্যাচেষ্টার মামলায় আসামিদের কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। গত ১৫ বছরে ১৪ জন কর্মকর্তা বদল করেও তাদের সংশ্লিষ্টতার বিষয়টি প্রমাণ করতে পারেননি মামলার তদন্ত কর্মকর্তা (আইও)। অবশেষে গত ১৯ সেপ্টেম্বর আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন মামলার আইও উপপরিদর্শক মো. স্বপন মিয়া। যদিও চাঞ্চল্যকর ওই ঘটনায় পাঁচ সেনা কর্মকর্তাকে সেনা আদালতে শাস্তি দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। তবে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ না করায় নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন, একটা সাজানো ঘটনায় কর্মরত পাঁচ সেনা কর্মকর্তাকে সাজা দিয়ে বিশেষ উদ্দেশ্য হাসিল করেছে তৎকালীন সরকার।