সাজাপ্রাপ্ত পলাতক আসামি চালিয়ে গেলেন মাদক ব্যবসা, গ্রেপ্তার

3 weeks ago 7
মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাসান গাজীকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে র‌্যাব-১০। অভিযানে আদালত কর্তৃক ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাসান গাজীকে (২৭) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি পলাতক বলে স্বীকার করেছে। মামলা রুজুর পর বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে সে নিজের নাম-পরিচয় গোপন রেখে রাজধানীর শ্যামপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে সুকৌশলে মাদক ব্যবসা অব্যাহত রেখেছিলেন বলে জানায় র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Read Entire Article