সাজেক-খাগড়াছড়ি যান চলাচল শুরু

1 month ago 9

সড়ক যোগাযোগ একদিন বন্ধ থাকার পর খাগড়াছড়ি-সাজেক যান চলাচল শুরু হয়েছে। বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে যান চলাচল শুরুর কথা জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।

তিনি বলেন, সড়কে পানি জমে যান চলাচল বন্ধ থাকায় মঙ্গলবার সাজেকে ৩৪১ পর্যটক আটকে ছিলেন। অনেকে বেড়াতে এসে সড়কে পানির কারণে বাঘাইহাট থেকে খাগড়াছড়ি ফিরে যান। বৃষ্টি না থাকায় সকাল থেকে মাচালং বাজার, সীমানাছড়া ও বাঘাইহাট বাজার থেকে পানি নেমে যেতে শুরু করে। বুধবার বেলা ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আটকে পড়া পর্যটকরা খাগড়াছড়ি ফিরতে শুরু করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার পর্যটকবাহী সব গাড়ি যাওয়া-আসা বন্ধ থাকলেও আটকে পড়া সড়কে ডুবে যাওয়া অংশটি বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার করেছেন অনেক পর্যটক। তবে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা পুনরায় সাজেকে ফিরে গেছেন। আবার অনেকে সাজেকে বেড়াতে এসে সড়কে পানির কারণে বাঘাইহাট থেকে খাগড়াছড়ি ফিরে যান।

এমআরভি/জেডএইচ/এমএস

Read Entire Article