সাত কলেজের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

3 weeks ago 7

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্থগিত হওয়া দুটি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী ২৬ নভেম্বরের স্থগিত পরীক্ষাটি ২০২৫ সালের ৬ জানুয়ারি এবং ২৮ নভেম্বরের স্থগিত পরীক্ষাটি ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাত কলেজের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ২৬ এবং ২৮ নভেম্বরের পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। নতুন সূচি অনুযায়ী ২৬ নভেম্বরের পরীক্ষা আগামী বছরের ৬ জানুয়ারি এবং ২৮ নভেম্বরের স্থগিত পরীক্ষা ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে সময়সূচি অনুযায়ী অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

সম্প্রতি ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে বহিরাগতদের হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়। এসময় ১ম ও ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল। যার কারণে পরবর্তী সময়ে ২টি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।

এনএস/এসআইটি/জিকেএস

Read Entire Article