সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ৬৫ কিলোমিটার সড়কের অধিকাংশ স্থান পরিণত হয়েছে মরণ ফাঁদে। সড়কের বেশিরভাগ জায়গায় পিচ নেই, আছে খোয়া-পাথর আর ধুলা-বালি। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জোড়া-তালি দিয়েও কাজ না হওয়ায় কোথাও ইটের সোলিং, আবার কোথাও ইটের হেরিং বন্ড বসানো হয়েছে।
The post সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ সড়ক এখন মরণ ফাঁদ appeared first on চ্যানেল আই অনলাইন.