সাতক্ষীরা সিটি কলেজে পিঠা উৎসব, চলবে দুদিন
শীতের ঐতিহ্যকে ঘিরে সাতক্ষীরা সিটি কলেজে শুরু হয়েছে দুদিনব্যাপী পিঠা উৎসব।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কলেজ প্রাঙ্গণে উৎসবটির উদ্বোধন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পিঠা উৎসবের আহ্বায়ক ও উপাধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন এবং মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান তপন কুমার দে। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এবারের পিঠা মেলায় মোট ৩০টি স্টল অংশ নিয়েছে। ভাপা, পাটিসাপটা, চিতই, দুধচিতা ও পুলিসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠায় মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।
আয়োজকেরা জানান, শীতের ঐতিহ্য ধরে রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন। দুই দিনব্যাপী এই পিঠা উৎসব দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
শীতের ঐতিহ্যকে ঘিরে সাতক্ষীরা সিটি কলেজে শুরু হয়েছে দুদিনব্যাপী পিঠা উৎসব।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কলেজ প্রাঙ্গণে উৎসবটির উদ্বোধন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পিঠা উৎসবের আহ্বায়ক ও উপাধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন এবং মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান তপন কুমার দে। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এবারের পিঠা মেলায় মোট ৩০টি স্টল অংশ নিয়েছে। ভাপা, পাটিসাপটা, চিতই, দুধচিতা ও পুলিসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠায় মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।
আয়োজকেরা জানান, শীতের ঐতিহ্য ধরে রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন। দুই দিনব্যাপী এই পিঠা উৎসব দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।