সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়ন বাতিল

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল আলম। শনিবার (০৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।  যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত তথ্য সঠিক না থাকায় তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন— বিএনপির কেন্দ্রীয় নেতা স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম, এসএ আসফউদ্দৌলা খান এবং আসলাম আল মেহেদী। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওয়ায়েজ কুরুনীর (হাতপাখা প্রতীক) মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এর আগে এই আসনে মোট আট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে বৈধ ঘোষিত হয়েছেন চারজন। তারা হলেন— বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফেজ মুহা. রবিউল বাশার, জাতীয় পার্টির মো. আলিফ হোসেন এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়ন বাতিল

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল আলম।

শনিবার (০৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। 

যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত তথ্য সঠিক না থাকায় তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন— বিএনপির কেন্দ্রীয় নেতা স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম, এসএ আসফউদ্দৌলা খান এবং আসলাম আল মেহেদী।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওয়ায়েজ কুরুনীর (হাতপাখা প্রতীক) মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

এর আগে এই আসনে মোট আট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে বৈধ ঘোষিত হয়েছেন চারজন। তারা হলেন— বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফেজ মুহা. রবিউল বাশার, জাতীয় পার্টির মো. আলিফ হোসেন এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) রুবেল হোসেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই-বাছাই কার্যক্রম সোমবার বিকেল পর্যন্ত চলবে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে মোট ২৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow