সাতক্ষীরায় বাঁধ ভেঙে এলাকা প্লাবিত, দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী

1 day ago 4

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কিছু জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ অবস্থায় বাঁধ রক্ষা তথা দুর্যোগ মোকাবিলায় স্থানীয় মানুষদের পাশে থেকে সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

ঈদের দিন গত সোমবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার আনুলিয়া ইউনিয়নের বেড়িবাঁধের একটি অংশ ভেঙে প্রায় ১৫০ ফুট জায়গা খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যায়। গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙনের স্থানে একটি বিকল্প রিং বাঁধ নির্মাণের চেষ্টা করলেও জোয়ারের পানির চাপ বাড়ায় তা সম্ভবপর হয়নি।

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কিছু জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে

এরপর গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসক, ৫৫ পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত আশাশুনি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ভেঙে যাওয়া বাঁধ ও প্লাবিত এলাকা পরিদর্শন করেন এবং সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেন।

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কিছু জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে

বর্তমানে আশাশুনি ক্যাম্প থেকে দুটি প্যাট্রল টিম দুর্গত এলাকায় অবস্থান করে স্থানীয় লোকজন এবং প্রশাসনকে বাঁধ মেরামতের কাজে সর্বাত্মক সহায়তা দিচ্ছে। এছাড়াও, ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের একটি দলকে বাঁধ মেরামতের জন্য সেখানে পাঠানো হয়েছে।

এমকেআর/জেআইএম

Read Entire Article