সাতক্ষীরায় বিপুল ভারতীয় মালামাল জব্দ

3 hours ago 4

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৭ আগস্ট) দিনভর এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ মাদরা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, কাকডাঙ্গা, পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা ও চান্দুরিয়া বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে কলারোয়ার শ্মশান, গোবিন্দকাঠি, মন্দির মোড়, নটিজঙ্গল, চান্দুরিয়া মাঠসহ বিভিন্ন স্থান থেকে ভারতীয় ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে পদ্মশাখরা সীমান্ত থেকে সর্বোচ্চ ৫ লাখ ৬০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়। শাড়ি, থ্রি পিসসহ মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়ায় ১০ লাখ ৭ হাজার ৫০০ টাকা।

৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল বলেন, ‘এসব মালামাল চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিল। এর ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয় হারাচ্ছে। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’

Read Entire Article