বয়স যে কেবল একটি সংখ্যা, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দক্ষতা আর অপরূপ সৌন্দর্যের মিশেলে তিনি সবসময়ই এক অন্যরকম আলো ছড়ান। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিত্যনতুন রূপে হাজির হয়ে চমকে দেন ভক্তদের। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
সম্প্রতি সাদা রঙের সূক্ষ্ম কাজ করা শাড়ি ও ঐতিহ্যবাহী গয়নায় ধরা দিলেন এক অনন্য সাজে, যেন বাঙালি নারীর আভিজাত্য, শালীনতা ও অনুপম সৌন্দর্যের প্রতীক তিনি নিজেই। ছবির পটভূমিতে পুরনো দিনের আসবাব আর সবুজ গাছপালার আবহে তৈরি হয়েছে এক নিখুঁত নান্দনিক পরিবেশ।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে জয়ার প্রকাশিত সেই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভক্তদের অনেকে বলছেন, ‘এ যেন এক নতুন জয়া’ যেখানে সৌন্দর্য আর আত্মবিশ্বাস মিলেমিশে তৈরি করেছে এক শিল্পিত উপস্থিতি।
তবে এই ফটোশুটের পেছনে রয়েছে এক প্রোমোশনাল দিকও। জয়ার পোস্টের ক্যাপশন থেকে জানা গেছে, পরনের গয়নাগুলো একটি জনপ্রিয় গয়না ব্র্যান্ডের প্রচারণার অংশ।
অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্টের জগতে জয়া আহসানের জনপ্রিয়তা এখনো তুঙ্গে। কাজের প্রতি একাগ্রতা, পেশাদারিত্ব এবং সৌন্দর্যের অনন্য উপস্থাপনায় তিনি আজও দুই বাংলার ব্র্যান্ড ও দর্শকের কাছে এক অপ্রতিদ্বন্দ্বী নাম।

7 hours ago
6









English (US) ·