সাদ্দাম হোসেনের মতো পরিণতি হতে পারে খামেনির

3 months ago 8

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা চলবে ও খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান অবস্থান বজায় রাখেন, তবে তার পরিণতিও হতে পারে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মতো।

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে কাতজ বলেন, আমি ইরানি স্বৈরশাসককে সতর্ক করে দিচ্ছি, তিনি যেন যুদ্ধাপরাধ করা এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ করেন।

গত সপ্তাহ থেকে ইসরায়েল ইরানে ধারাবাহিক হামলা চালাচ্ছে। এর ফলে ইরানি কর্মকর্তাদের দাবি অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে ডজনখানেক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমএসএম

Read Entire Article