সাপের মতো সুযোগ সন্ধানী শেখ হাসিনা ও তার দলবল : অধ্যাপক নার্গিস

7 hours ago 2

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সাপ গর্তে লুকিয়ে থাকে, সুযোগ হলেই বাইরে বেরিয়ে আসে। শেখ হাসিনা ও তার দলবল হলো সাপের মতো। একটু অসতর্কতা হলেই ফ্যাসিবাদ আবারও ফিরে আসবে।

শনিবার (৩০ আগস্ট) সকালে মেহেরপুর সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নার্গিস বেগম বলেন, যে তরুণ প্রজন্মের মাধ্যমে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, সেই তরুণ সমাজকে নিয়ে সবাই স্বপ্ন দেখছিল। কিন্তু শেখ হাসিনা কৌশলে তাদের পথভ্রষ্ট করেছে। আন্দোলনকারীদের মধ্যে বিভাজন তৈরি করেছে। এমন চলতে থাকলে গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত হবে।

এর আগে সকাল ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক নার্গিস বেগম।

কাউন্সিল শেষে জেলা বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন জাভেদ মাসুদ মিল্টন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন অ্যাডভোকেট কামরুল হাসান।

Read Entire Article