অনলাইন ট্রলিংয়ের শিকার হয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন হলিউড তারকা ব্যারি কিওঘান। ‘সাল্টবার্ন’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ব্যক্তিগত জীবন, চেহারা এবং পিতৃত্ব নিয়ে ঘৃণ্য মন্তব্যের শিকার হচ্ছিলেন তিনি।
গায়িকা সাবরিনা কার্পেন্টারের সাথে সম্পর্ক ভেঙে যাবার পর থেকেই ট্রলের শিকার হচ্ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে সাবরিনার ভক্তদের রোষানলে পড়েছেন তিনি। তবে অভিনেতা এ নিয়ে কিছু বলেননি। সাবরিনাও বিষয়টি নিয়ে রয়েছেন নিশ্চুপ।
বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যারি কিওঘ্যান। এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে কিওঘান এক পোস্টে জানিয়েছেন, তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্যগুলো এতটাই বেড়েছে যে তা সহ্য করা কঠিন হয়ে পড়েছে।
‘আমি অনেক কিছু সহ্য করেছি। কিন্তু আমার নাম ইন্টারনেটে এমনভাবে টানা হয়েছে যেগুলো সাধারণত আমি উপেক্ষা করি। কিন্তু এখন এটা এমন পর্যায়ে পৌঁছেছে যা সীমা লঙ্ঘন করেছে’- সেই পোস্টে বলেন কিওঘান।
অভিনেতা তার প্রতি আসা ‘ঘৃণিত’ মিথ্যা বার্তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, তার চরিত্র, পিতৃত্ব এবং এমনকি তার বেড়ে ওঠা সম্পর্কেও সমালোচনা করা হয়েছে। কিওঘান আরও জানান, এই হয়রানি ইন্টারনেটের বাইরে চলে গেছে। মানুষ তার দাদি এবং তার সন্তানের বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে মানসিক নির্যাতন করছে।
কিওঘান সবসময় তার পরিবারের জন্য ইতিবাচক প্রভাব রাখার চেষ্টা করেন। তাই তিনি এই আক্রমণগুলো মেনে নিতে পারছেন না। তিনি বলেন, ‘প্রতিদিন আমি কঠোর পরিশ্রম করি যেন আমার ছেলের কাছে একজন শক্তিশালী বাবা হতে পারি। আমি চাই সে আমাকে বিশ্বাস করুক, ভরসা করুক এবং আমাকে শ্রদ্ধা করুক। কিন্তু আমাকে নিয়ে চলা মিথ্যা মন্তব্যগুলো একসময় তার কাছে পৌঁছাবে। এটি ভেবে আমার হৃদয় ভেঙে যায়। আমি আমি নিজেকে জনপ্রিয় জায়গাগুলো থেকে সরিয়ে নিচ্ছি।’
তিনি তার পোস্টে সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসার আহ্বান জানিয়ে বলেন, ‘দয়া করে সবাইকে সম্মান দিন। ধন্যবাদ।’
এলএ/এমএস