সাবলীল ইংরেজি বলার ৬ উপায়

3 months ago 15

সাঈম হাসান খান

অনেকেই ইংরেজি ভাষা জানা সত্ত্বেও সাবলীলভাবে বলতে পারেন না। যেহেতু আমাদের মাতৃভাষা ইংরেজি নয়। এটি খুব স্বাভাবিক। তবে সঠিকভাবে অনুশীলনের মাধ্যমে এ সমস্যা খুব সহজেই সমাধান করা যায়।

কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ইংরেজি বলার দক্ষতা অর্জন করা যায়:

যা চিন্তা করবেন তা জোরে জোরে বলুন
যা কিছু বাংলায় ভাবছেন, তা ইংরেজিতে বলার চেষ্টা করুন। নিজে নিজে বাক্য বানানোর চেষ্টা করুন। প্রয়োজন হলে ট্রান্সলেটর ব্যবহার করুন। যে শব্দটি ইংরেজি করতে আটকাচ্ছে, তা লিখে রাখুন এবং শিখুন।

ইংরেজিতে শোনা ও দেখার অভ্যাস গড়ুন
সহজ ইংরেজি ভিডিও, পডকাস্ট বা সংবাদ শুনুন সাবটাইটেলসহ। শুনে শুনে একইভাবে তাদের মতো বলার চেষ্টা করুন। যত বেশি ইংরেজি শুনবেন; ততবেশি আপনার লিসিনিং এবং স্পিকিং স্কিল বাড়াতে সাহায্য করবে।

প্রতিদিন ১০-১৫ মিনিট ইংরেজিতে কথা বলুন
যদি সঙ্গী বা স্পোকেন পার্টনার পাওয়া যায়, তার সাথে প্রতিদিন অনুশীলন করতে পারেন। তাছাড়া যদি কারও সাথে কথা বলতে দ্বিধাবোধ করেন, তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলুন।

সাধারণ বাক্যের মাধ্যমে শুরু করুন
শুরুতে কঠিন শব্দ বা জটিল বাক্য ব্যবহার না করে সহজবাক্যগুলো, যা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়; তা বলার চেষ্টা করুন।

নিজের ভিডিও নিজে রেকর্ড করুন
নিজেকে প্রশ্ন করে নিজেই তার উত্তর দিন। নিজের মোবাইলে রেকর্ড করে শুনুন। কোথায় ভুল হচ্ছে তা বের করুন। ভুলগুলোকে বিশ্লেষণ করুন।

ভয়-লজ্জা কাটিয়ে আত্মবিশ্বাস বাড়ান
ভুল হওয়াটাই স্বাভাবিক। প্রথম অবস্থায় শিখতে গিয়ে সবাই ভুল করেন। তাই ভুল হবে দেখে লজ্জা পাবেন না। লোকে কী বলবে, তা ভেবে ইংরেজিতে কথা বলা বাদ দেবেন না। তাহলে স্কিলটি আয়ত্ত করা সম্ভব নয়। যত বেশি চেষ্টা করবেন; তত বেশি আত্মবিশ্বাসী হবেন।

লেখক: আইইএলটিএস ইনস্ট্রাক্টর, টেসল সার্টিফায়েড।

এসইউ/এএসএম

Read Entire Article