সাবু শপ যমুনা ফিউচার পার্কে নতুন আউটলেট উদ্বোধন 

3 hours ago 4
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল স্কিনকেয়ার খুচরা বিক্রেতাদের মধ্যে অন্যতম সাবু শপ যমুনা ফিউচার পার্কে তাদের নতুন আউটলেট উদ্বোধন করেন। এর মাধ্যমে ক্রমবর্ধমান আসল স্কিনকেয়ার পণ্যের চাহিদা মেটাতে তাদের খুচরা উপস্থিতি আরও সম্প্রসারিত হবে। শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় যমুনা ফিউচার পার্কে তাদের নতুন আউটলেট উদ্বোধন করেন। উচ্চমানের স্কিনকেয়ার সাশ্রয়ী মূল্যে সরবরাহ করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সাবু শপ গত সাত বছরে অনলাইন ও অফলাইনে শক্তিশালী সুনাম তৈরি করেছে। যা একটি অনলাইন স্টোর হিসেবে শুরু হয়েছিল, এখন তা হয়ে উঠেছে একটি বিশ্বস্ত জাতীয় ব্র্যান্ড, যার একাধিক আউটলেট ঢাকা ও দেশের বাইরেও বিস্তৃত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেশ কয়েকজন সম্মানিত অতিধি ও আন্তর্জাতিক শিল্পনেতা, তাদের মধ্যে রয়েছেন: ড. ফাইক্কা রিয়াসাত, অ্যাস্থেটিশিয়ান ও ডার্মাটোলজিস্ট, নূরা সুলতানার সহপ্রতিষ্ঠাতা এবং এসকেআর হার্বানিকস, তুরস্ক এর বিজনেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর। মি. জুলকিফাল, ম্যানেজিং ডিরেক্টর, এসকেআর হার্বানিকস, তুরস্ক। ড. এম. কালিম খালিদ চৌধুরী, ডিরেক্টর, লুনা গ্রুপ ও ম্যানেজিং ডিরেক্টর, কিউসিএম কসমেটিকস ইন্টারন্যাশনাল, মালয়েশিয়া। মি. আলি, প্রতিষ্ঠাতা, কিউসিএম কসমেটিকস ইন্টারন্যাশনাল, মালয়েশিয়া। পি টোনো, প্রতিষ্ঠাতা, টোনো ব্র্যান্ড, থাইল্যান্ড। তাদের উপস্থিতি প্রমাণ করে যে সাবু শপ স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কতটা দৃঢ় সম্পর্ক তৈরি করেছে। কোরিয়া, তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, ভিয়েতনাম এবং ভারত থেকে সরাসরি পণ্য সংগ্রহের মাধ্যমে ব্র্যান্ডটি প্রতিটি পণ্যের আসলত্ব ও দায়বদ্ধতা নিশ্চিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও যোগ দেবেন যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম, যা প্রমাণ করে বাংলাদেশের শীর্ষস্থানীয় খুচরা ব্র্যান্ডগুলোকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে জামুনা গ্রুপের প্রতিশ্রুতি। চেয়ারপারসন সাবরিনা খাতুন এবং ম্যানেজিং ডিরেক্টর মো. শরীফুল ইসলাম তাদের ভিশন শেয়ার করে বলেন, ‘আমরা চাই প্রতিটি গ্রাহক - ঢাকার কেন্দ্র থেকে বাংলাদেশের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষও  আসল স্কিনকেয়ার পণ্য ব্যবহার করতে পারুক। যমুনা ফিউচার পার্কে এই আউটলেট শুধু একটি সম্প্রসারণ নয়, বরং সবার কাছে আসল সৌন্দর্য সমাধান পৌঁছে দেওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ বাংলাদেশের বাইরেও সাবু শপের পণ্য ইতোমধ্যেই জনপ্রিয়তা পাচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নিউইয়র্ক এবং ভারতে। আগামী দিনে আরও আউটলেট চালু করার পরিকল্পনা নিয়ে, ব্র্যান্ডটি বৈশ্বিক স্কিন কেয়ার বাজারে একটি উদীয়মান নাম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে। যমুনা ফিউচার পার্কের এই আউটলেট সাবু শপের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বাংলাদেশের স্কিনকেয়ার খুচরা শিল্পে একটি বিশ্বস্ত অগ্রদূত হিসেবে তাদের অবস্থানকে আরও দৃঢ় করবে।
Read Entire Article