সাবেক আইনমন্ত্রী আনিসুল তিনদিনের রিমান্ডে

1 month ago 18

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে জান্নাতুল ফেরদৌসকে (৪০) হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এদিন আনিসুলকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর রাজধানীর একাধিক মামলায় তার বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরার পথে শনিরআখড়ায় গুলিতে নিহত হন জান্নাতুল ফেরদৌস। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর জান্নাতুল ফেরদৌসের ভাই মামুনুর রশীদ যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জেএ/জেএইচ/এমএস

Read Entire Article